সংগীতজ্ঞ মুস্তাফা জামান আব্বাসী মারা গেছেন, সংগীতাঙ্গনে শোকের ছায়া
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০ মে ২০২৫, ১২:৪৭

ভাওয়াইয়া গানের রাজপুত্র খ্যাত বরেণ্য সংগীতশিল্পী মুস্তাফা জামান আব্বাসী না ফেরার দেশে চলে গেলেন। সকালে বনানীর একটি হাসপাতালে তিনি মহাকালের অনন্ত যাত্রা করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুস্তাফা জামান আব্বাসীর বয়স হয়েছিল ৮৭ বছর। সংগীতচর্চার পাশাপাশি তিনি গবেষক ও লেখক হিসেবেও খ্যাতি লাভ করেছিলেন।
আব্বাসীর মেয়ে শারমিনী আব্বাসী জানান, অনেকদিন ধরে বিভিন্ন সমস্যায় ভুগছিলেন তার বাবা। শুক্রবার (৯ মে) শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাকে। ভোর সাড়ে পাঁচটায় তিনি মারা যান।
মুস্তাফা জামান আব্বাসী বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। তার বাবা আব্বাসউদ্দীন আহমেদ ছিলেন পল্লিগীতির সম্রাট। মুস্তাফা জামান আব্বাসীর লেখা বই পাঠক সমাদৃত, পাঠকনন্দিত। তিনি লিখেছেন, ‘রুমির অলৌকিক বাগান’, উপন্যাস ‘হরিণাক্ষি’, স্মৃতিকথা ‘স্বপ্নরা থাকে স্বপ্নের ওধারে’, ‘লোকসঙ্গীতের ইতিহাস’, ‘ভাটির দ্যাশের ভাটিয়ালি’।
দীর্ঘ পঞ্চাশ বছর ফোক মিউজিক রিসার্চ গ্রুপের পরিচালক ও সংগ্রাহক হিসেবে কয়েক হাজার গান তার সংগ্রহে ছিল। ‘জার্নাল অব ফোক মিউজিকের’র সম্পাদক ছিলেন তিনি। এশিয়া মিডিয়া সামিট, আন্তর্জাতিক রুমি কর্মকাণ্ড, আন্তর্জাতিক সুফি সম্মেলন, লোকসংস্কৃতি সেমিনার, রেডিও টেলিভিশনে বক্তব্য ও গানের জলসা নিয়ে কাজ করেছেন তিনি।
দেশীয় সংগীত ও সংস্কৃতিতে অনন্য অবদান রেখেছেন বহুমাত্রিক প্রতিভাবান এ সংগীতজ্ঞ। একুশে পদকপাওয়া বরেণ্য এ সংগীতশিল্পীর মৃত্যুতে সংগীতাঙ্গনে এখন শোকের ছায়া ।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।