বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২

সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুত:সিইসি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৫, ১৫:০৯

সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাঠে নামছে।

বুধবার সকালে তিনি ঢাকার পিলখানাস্থ বিজিবি সদর দপ্তরে ঢাকা ব্যাটালিয়ন (৫ বিজিবি)-এর নির্বাচনী প্রশিক্ষণ ও মহড়া সরেজমিন পরিদর্শন করেন। সিইসি বলেন, “আজ একটি সুন্দর মহড়া দেখলাম। এটি আমাদের নির্বাচন সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে আয়োজন করা হয়েছে। বিজিবি প্রশিক্ষণ দিয়েছে সব ধরনের নির্বাচনী পরিস্থিতি মোকাবেলার জন্য। এতে আমি অত্যন্ত খুশি।”

তিনি জানান, নির্বাচনী ডিউটি নিয়মিত আসে না, চার-পাঁচ বছর পরপর আসে। তাই আইনশৃঙ্খলা বাহিনীকে বিশেষ প্রশিক্ষণ দিতে হচ্ছে। পুলিশ ১৩০টি কেন্দ্রে নির্বাচনভিত্তিক প্রশিক্ষণ দিচ্ছে, আনসার-ভিডিপিও মহড়া করছে। বিজিবির এই অনুশীলন নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সিইসি আরও বলেন, ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোকে রেড, ইয়েলো ও গ্রিন তিনটি জোনে ভাগ করে মোতায়েন করা হবে। বাহিনীগুলো দায়িত্বশীলতার সঙ্গে প্রস্তুতি নিচ্ছে। তিনি ভোটার, সাংবাদিক ও দেশবাসীকে একত্রিত হয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিহত করার আহ্বান জানান।

বিজিবি জানিয়েছে, আসন্ন নির্বাচনে সারাদেশে ১২১০ প্লাটুন সদস্য নির্বাচনী দায়িত্ব পালন করবে। সন্দীপ, হাতিয়া ও কুতুবদিয়া উপজেলাকে ছাড়া সব উপজেলায় বিজিবি নির্বাচনী দায়িত্বে থাকবে। সীমান্তবর্তী ১১৫টি উপজেলার মধ্যে ৬০টিতে বিজিবি এককভাবে দায়িত্ব পালন করবে।

মহড়া অনুষ্ঠানে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ও নির্বাচন কমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top