বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২

জার্মানি আশা করছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৫, ১৫:১৩

সংগৃহীত

জার্মানি বাংলাদেশে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচনের আশা প্রকাশ করেছে।

বুধবার জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে অংশ নিয়ে জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ এই প্রত্যাশা ব্যক্ত করেন।

ডিপ্লোম্যাট জানান, তারা আশা করছেন ভোটার উপস্থিতি বেশি হবে। প্রধান উপদেষ্টা যে ৬০ শতাংশ ভোটদানের সম্ভাবনার কথা বলেছেন, তার সঙ্গেও জার্মান সরকার একমত। তিনি আরও বলেন, প্রচার-প্রচারণার সময় রাজনৈতিক সহিংসতা কমে আসবে—এটাই জার্মানির প্রত্যাশা।

ডিক্যাব টকের সভাপতি ছিলেন এ কে এম মঈনুদ্দিন এবং সাধারণ সম্পাদক হিসেবে বক্তব্য দেন আরিফুজ্জামান মামুন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top