বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২

বঙ্গোপসাগরে লঘুচাপ ঘনীভূত হওয়ার সম্ভাবনা, মাছ ধরার নৌকা ও ট্রলারে সতর্কবার্তা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৫, ১৫:১৪

সংগৃহীত

বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। এ পরিস্থিতিতে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ এড়াতে বলা হয়েছে।

বুধবার আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের সই করা সতর্কবার্তায় জানানো হয়, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও শ্রীলংকা উপকূলের তৎসংলগ্ন এলাকায় লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও উত্তর ও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

সতর্কবার্তায় আরও বলা হয়েছে, মালাক্কা প্রণালি ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি প্রথমে গভীর নিম্নচাপে পরিণত হবে এবং পরে ঘূর্ণিঝড় ‘শেন-ইয়ার’-এ রূপ নিতে পারে। আজ সকাল ৬টায় এটি একই এলাকায় (অক্ষাংশ ৫.০ উ. এবং দ্রাঘিমাংশ ৯৮.০ পূ.) অবস্থান করছিল এবং পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top