ফ্রান্স বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন অধ্যায় শুরু করতে প্রস্তুত
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৫, ১৫:১৮
ফ্রান্স বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন অধ্যায় শুরু করতে প্রস্তুত বলে জানিয়েছে ফরাসি রাষ্ট্রদূত জ্যাঁ-মার্ক সেরে-শারলে। তিনি বলেন, বাংলাদেশে গণতন্ত্র, উন্নয়ন ও আঞ্চলিক সহযোগিতার মতো ক্ষেত্রগুলোতে দুই দেশের স্বার্থ ঘনিষ্ঠভাবে সামঞ্জস্যপূর্ণ।
মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রদূত এ অভিপ্রায় ব্যক্ত করেন। তিনি বলেন, “ঐতিহাসিক জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশ গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান করছে। এই মুহূর্তটি ফ্রান্স ও বাংলাদেশের অংশীদারিত্বকে আরও এগিয়ে নেওয়ার উপযুক্ত সময়।”
ফরাসি রাষ্ট্রদূত আরও জানান, ফ্রান্সের ইন্দো-প্যাসিফিক কৌশলে বাংলাদেশের ভূমিকা ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্যভাবে সম্পন্ন হবে বলে ফ্রান্স আশা করছে। তিনি ইউরোপের কিছু দেশের নির্বাচনী অভিজ্ঞতা উল্লেখ করে বাংলাদেশকেও সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দেন।
ড. ইউনূস ফ্রান্সকে বাংলাদেশের দীর্ঘদিনের বিশ্বস্ত উন্নয়ন অংশীদার হিসেবে উল্লেখ করে, অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম ও নির্বাচনের প্রস্তুতির বিষয়ে রাষ্ট্রদূতকে অবহিত করেন। রাষ্ট্রদূত আশ্বস্ত করেন, ফ্রান্স বাংলাদেশের স্বল্পোন্নত দেশের (এলডিসি) উত্তরণ প্রক্রিয়া ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা জোরদার করবে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।