ত্রয়োদশ সংসদ নির্বাচনের নিরাপত্তা নিয়ে ইসি ও আইনশৃঙ্খলা বাহিনীর বৈঠক
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৫, ১২:০৩
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) আইনশৃঙ্খলা ও প্রাক-প্রস্তুতিমূলক বিষয়ে মতবিনিময়ের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করেছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সকাল সাড়ে ১০টার কিছুক্ষণ পর প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে চার নির্বাচন কমিশনার, স্বরাষ্ট্র সচিব, ইসি সচিবসহ বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থার শীর্ষ কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।
বৈঠকে নির্বাচনের নিরাপত্তা পর্যালোচনা করে কর্মকৌশল নির্ধারণের বিষয়ে নির্দেশনা দেওয়ার পাশাপাশি ভোটের আগে ও পরে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে কতদিন থাকবে এবং ভোটকেন্দ্রে কতজন সদস্য নিয়োজিত থাকবে, সেই বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
এর আগে, প্রথম দফা প্রাক-প্রস্তুতিমূলক বৈঠক ২০ অক্টোবর অনুষ্ঠিত হয়েছিল। ওই সভায় ভোটের আগে ও পরে আট দিনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের প্রস্তাব আসে। ধারণা করা হচ্ছে, এবার প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ থেকে ১৮ জন সদস্য নিয়োজিত থাকবেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।