স্বর্ণের দাম কমেছে, বিনিয়োগকারীদের নজর ডিসেম্বরে সুদের হারে
বাণিজ্য ডেস্ক | প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৫, ১২:৪৬
প্রায় দুই সপ্তাহের সর্বোচ্চ পর্যায়ে ওঠার পর বৃহস্পতিবার (২৭ নভেম্বর) স্বর্ণের দাম মুনাফা গ্রহণের চাপের কারণে কমেছে। বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্পট মার্কেটে স্বর্ণের দাম ০.৫% কমে প্রতি আউন্স ৪,১৪৫.০৮ ডলারে দাঁড়িয়েছে। ডিসেম্বরের ডেলিভারির মার্কিন স্বর্ণ ফিউচারও ০.৬% কমে ৪,১৪০.৮০ ডলারে নেমেছে।গোল্ডসিলভার সেন্ট্রালের এমডি ব্রায়ান ল্যান বলেন, “বুধবারের দাম বৃদ্ধির পর এখন মূলত মুনাফা নেওয়া হচ্ছে। ফেড কী করবে তা এখনো স্পষ্ট নয়, তাই স্বর্ণের দাম এক ধরনের সমন্বয়ের মধ্য দিয়ে যাচ্ছে।”
ফেডারেল রিজার্ভের নীতির অনিশ্চয়তার কারণে সুদের হারের সঙ্গে যুক্ত সোয়াপশন ও ডেরিভেটিভ বাজারে হেজিং প্রবাহ বেড়েছে। বিনিয়োগকারীরা ভবিষ্যৎ নীতিগত ঝুঁকি থেকে সুরক্ষা নিচ্ছেন।
নিউইয়র্ক ফেডের প্রেসিডেন্ট জন উইলিয়ামস এবং গভর্নর ক্রিস্টোফার ওয়ালার ইঙ্গিত দিয়েছেন, শ্রমবাজার দুর্বল থাকায় ডিসেম্বরে সুদের হার কমানো হতে পারে। তবে কিছু আঞ্চলিক ফেড প্রেসিডেন্ট ভিন্ন মত প্রকাশ করছেন, তাদের মতে মুদ্রাস্ফীতি ২% লক্ষ্যে পৌঁছানো না হলে শিথিল নীতি নেওয়া ঠিক হবে না।
সিএমইর ফেডওয়াচ টুল অনুযায়ী, ডিসেম্বরে সুদের হার কমানোর সম্ভাবনা ৮৫%। কম সুদের হার সাধারণত অ-ফলনশীল স্বর্ণের জন্য ইতিবাচক।
অন্য ধাতুতে মিশ্র প্রবণতা:
-
স্পট সিলভার: ০.৯% কমে ৫২.৮৯ ডলার প্রতি আউন্স
-
প্লাটিনাম: ১.৪% বেড়ে ১,৬১১.০৪ ডলার
-
প্যালাডিয়াম: ০.৯% কমে ১,৪০৯.৮৭ ডলার
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।