রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

হজ ও ওমরাহ আইনের কয়েকটি ধারা বাতিলের দাবি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৫ মার্চ ২০২১, ০৭:৩১

হজ ও ওমরাহ আইনের কয়েকটি ধারা বাতিলের দাবি

প্রস্তাবিত হজ আইনের কয়েকটি ধারা বাতিল করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন বেসরকারি হজ এজেন্সি মালিকরা। অন্যথায় মানববন্ধন, সমাবেশসহ আরো বড় কর্মসূচির হুমকি দিয়েছেন তারা।

রোববার (১৪ মার্চ) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর সাবেক সভাপতি আব্দুস সোবহান ভুইয়া হাসান।

এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন হাব গণতান্ত্রিক ঐক্যফ্রন্টের নেতা ও হজযাত্রী কল্যাণ পরিষদের সভাপতি ড. আব্দুল্লাহ আল নাসের, সংগঠনটির নেতা বীর মুক্তিযোদ্ধা মো. তাজুল ইসলাম, আটাবের সাবেক সেক্রেটারি আসলাম খান, আব্দুস সালাম আরেফি, রুহুল আমিন মিন্টু ও মো. মানিক।

আব্দুস সোবহান অভিযোগ করেন, মোট হজযাত্রীর ৯০ শতাংশ পরিচালনা করে হজ এজেন্সিগুলো। এজেন্সি মালিকদের অন্ধকারে রেখে প্রস্তাবিত হজ ও ওমরাহ আইন ২০২০ এ সংবিধান বিরোধী একাধিক ধারা-উপধারা যুক্ত করা হয়েছে। এটি পাস হলে হজ ব্যবস্থাপনা ভেঙে পড়বে এবং প্রধানমন্ত্রীসহ সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top