আজ বিশ্ব পুরুষ দিবস

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২০, ১৪:০২

নিজস্ব প্রতিবেদক:

বিশ্ব নারী দিবস সেটা আমাদের সবারই জানা। খুব ধুমধাম ভাবে পালন করা হয়ে থাকে এ দিবস। কিন্তু বিশ্ব পুরুষ দিবস এটা আমাদের অনেকেরই অজানা। প্রতি বছর ১৯ নভেম্বর বিশ্বের ৭০টিরও বেশি দেশে দিবসটি পালন করা হয়।

বৃহস্পতিবার(১৯ নভেম্বর) এ দিনটি বিশ্ব পুরুষ দিবস হিসেবে পালিত হয়। ১৯৯২ সালের ৭ ফেব্রুয়ারি টমাস অস্টার নামে একজন এই দিবসটির সূচনা করেন বলে এনডিটিভি’র এক প্রতিবেদনে বলা হয়।

পড়ে ১৯৯৯ সালের ১৯ নভেম্বর ড. জেরোম তিলক সিং এর উদ্যোগে ত্রিনিদাদ ও টোবাগোতে প্রথম আন্তর্জাতিক পুরুষ দিবস উদযাপিত হয়েছিল।

বিশ্বব্যাপী লিঙ্গভিত্তিক সমতা, পুরুষের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার প্রধান উপলক্ষ্য হিসেবে প্রতিবছর দিবসটি পালন করা হয়।

এনএফ৭১/জেএস/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top