দুই দেশের নাগরিক ভিসা ছাড়া করতে পারবে মালয়েশিয়ায় প্রবেশ!
ফারহানা মির্জা | প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৩, ১৪:২১
মালয়েশিয়া দুই দেশের পর্যটকদের ভিসা ছাড়াই প্রবেশের অনুমতি দিয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, ১ ডিসেম্বর থেকে শুরু হয়ে আগামী ৩০ দিন ভিসা ছাড়াই মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবেন ভারত এবং চীনের নাগরিকরা।
গেলো রোববার (২৬ নভেম্বর) প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তার পিপলস জাস্টিস পার্টি কংগ্রেসে বক্তৃতার সময় এই ঘোষণা দেন। তবে ঠিক কত দিনের জন্য এই ভিসা কার্যকর হবে সে বিষয়ে কিছু জানানি।চীন এবং ভারত যথাক্রমে মালয়েশিয়ার চতুর্থ এবং পঞ্চম বৃহত্তম উৎস বাজার। সরকারি তথ্য অনুযায়ী, মালয়েশিয়ায় চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে ৯ দশমিক ১৬ মিলিয়ন পর্যটক আসার রেকর্ড করেছে। যার মধ্যে চীন থেকে প্রায় ৪ লাখ ৯৮ হাজার ৫৪০ জন এবং ভারত থেকে ২ লাখ ৮৩ হাজার ৮৮৫ জন পর্যটক এসেছে।
মালয়েশিয়ার প্রতিবেশী দেশ থাইল্যান্ডও পর্যটন খাতে তাদের অর্থনীতির প্রবৃদ্ধির জন্য এমন পদক্ষেপ গ্রহণ করেছে। বর্তমানে যারা মালয়েশিয়া যাবেন তাদের মালয়েশিয়ায় প্রবেশের জন্য ভিসার আবেদন করতে হবে।
বিষয়: মালয়েশিয়া পর্যটকদের ভিসা থাইল্যান্ড চীন ভারত
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।