বিশ্ব জলাভূমি দিবস আজ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩ ফেব্রুয়ারী ২০২২, ০২:২৯
বুধবার (২ ফেব্রুয়ারি) বিশ্ব জলাভূমি দিবস। পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য, কৃষি, পর্যটনসহ নানা ক্ষেত্রে এক অবিচ্ছেদ্য অংশ হলো জলাভূমি। প্রতিবছর ২ ফেব্রুয়ারি বিশ্বব্যাপী পালন করা হয় জলাভূমি দিবস। বাংলাদেশেও দিবসটি পালিত হবে।
দিবসটি উপলক্ষে বুধবার সকাল ১০টায় রাজধানীর গ্রিন রোডে ওয়ারপো ভবনে পানিসম্পদ পরিকল্পনা সংস্থার সম্মেলন কক্ষে সেমিনার আয়োজন করেছে বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর।
জলাভূমির অপরিসীম গুরুত্ব অনুধাবন করে ১৯৭১ সালের এই দিনে ইরানের রামসার শহরে পরিবেশবাদী সম্মেলনে জলাভূমির টেকসই ব্যবহার ও সংরক্ষণের জন্য একটি আন্তর্জাতিক চুক্তি সই হয়। যা রামসার কনভেনশন চুক্তি বলে পরিচিত। ১৯৭৫ সালে রামসার কনভেনশন চুক্তি কার্যকর হয়।
১৯৯৭ সালে ১০০টির বেশি দেশের পরিবেশসচেতন নাগরিকদের নিয়ে প্রথমবারের মতো বিশ্বব্যাপী এ দিবসটি পালন করা হয়েছিল এবং শুরু থেকেই দিবসটিকে সাহসী পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হয়। এখন পর্যন্ত ১৭১টি দেশ জলাভূমি বিষয়ে চুক্তি অনুমোদন করেছে। ১৯৯২ সালে এ চুক্তিতে সই করে বাংলাদেশ।
এনএফ৭১/এমএ/২০২২
বিষয়: জলাভূমি দিবস
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।