সোমবার, ৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

আজ ‘টেডি ডে’

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী ২০২২, ০৪:২৯

আজ ‘টেডি ডে’

ভ্যালেন্টাইন দিবস উদযাপনকে সামনে রেখে প্রতি বছর ১০ ফেব্রুয়ারি সারা বিশ্বে ‘হ্যাপি টেডি ডে’ পালন করার রীতি রয়েছে। ভালোবাসা সপ্তাহের আজকের এই বিশেষ দিনে প্রিয়জনকে ‘টেডি উপহার দিয়ে থাকেন অনেকেই।

টেডি বিয়ার প্রেমিক যুগলদের মধ্যে একটি প্রতীকী উপহার বলা যায়। টেডি বিয়ার উপহার দেওয়ার পেছনে মূল কারণটি হলো প্রিয়জনের প্রতি ভালোবাসা প্রকাশ করা, তাদের খুশি করা। আপনি দূরে রইলেন না হয়, আপনার পাঠানো নরম টেডিকে জড়িয়ে ধরতে পারবেন আপনার সঙ্গী। খুব কাজের চাপের দিনে নরম টেডিকে জড়িয়ে ধরে মন মেজাজ ঠিক হয়ে যেতে পারে নিমেষে। খুব চাপের মাঝেও মুখে ফুটে উঠতে পারে হাসি।

পাশ্চাত্য সাহিত্যের অনেক গল্পে টেডি বিয়ারকে গোপন রক্ষক হিসেবে বিবেচনা করা হয়। অস্বীকার করার কোনো উপায় নেই যে যখন কেউ নিচু ও একা বোধ করে তখন আপনার টেডি বিয়ারের সঙ্গে একটি সুন্দর আলিঙ্গন আত্মাদের একাকিত্ব, কষ্টকে ভোলাতে সক্ষম।

এনএফ৭১/এমএ/২০২২

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top