ডিআরইউ নির্বাচন: নোমানী সভাপতি মশিউর সাধারন সম্পাদক
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২০, ১৩:১৩
নিজস্ব প্রতিবেদক:
পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ২০২১-এর কার্যনির্বাহী কমিটির নির্বাচনে মুরসালিন নোমানী ৫২৬ ভোট পেয়ে সভাপতি এবং মশিউর রহমান খাঁন ৬৯২ ভোট পেয়ে সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
সোমবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় ভোটের ফলাফল ঘোষণা করেন মন্জুরুল আহসান বুলবুল।
এর আগে, সোমবার (৩০ নভেম্বর) সকাল ৯টা-বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।
নির্বাচনকে ঘিরে ডিআরইউ প্রাঙ্গণে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। ভোটার সাংবাদিক ও প্রার্থীদের সমর্থক-শুভাকাঙ্ক্ষীদের পদচারণায় জমজমাট ডিআরইউ কার্যালয়ে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির ২০২১ সালের কার্যনির্বাহী কমিটি নির্বাচনের ফলাফল:
সভাপতি: মুরসালিন নোমানী-৫২৬ ভোট (বিজয়ী), নিকটতম প্রতিদ্বন্দি শাহনেওয়াজ দুলাল-৪৪৭ ভোট।
সহ সভাপতি: ওসমান গণী বাবুল-৫৫৩ ভোট (বিজয়ী), নিকটতম প্রতিদ্বন্দি নজরুল কবির-৪৮৬ ভোট।
সাধারন সম্পাদক: মশিউর রহমান খাঁন-৬৯২ ভোট (বিজয়ী), নিকটতম প্রতিদ্বন্দি তোফাজ্জল হোসেন-৪২৬ ভোট।
যুগ্ম সম্পাদক: আরাফাত দাড়িয়া-৩২৬ ভোট (বিজয়ী), নিকটতম প্রতিদ্বন্দি মোহোদী আজাদ মাসুম-২৭০ ভোট।
অর্থ সম্পাদক: শাহ আলম নূর-৭৫৩ ভোট (বিজয়ী), নিকটতম প্রতিদ্বন্দি শ্যামল কান্তি নাগ-৫১৩ ভোট।
সাংগঠনিক সম্পাদক: মঈনুল হাসান সোহেল-৭৭০ ভোট (বিজয়ী), নিকটতম প্রতিদ্বন্দি আব্দুল আল কাফি-২৯৬ ভোট।
দপ্তর সম্পাদক: জাফর ইকবাল-৬৫০ ভোট (বিজয়ী), নিকটতম প্রতিদ্বন্দি জান্নতুল ফেরদৌস পান্না ৬৪৬ ভোট।
তথ্য প্রযুক্তি ও প্রসিক্ষণ সম্পাদক: হালিম মোহাম্মদ-৬৪৬ ভোট (বিজয়ী), নিকটতম প্রতিদ্বন্দি কামাল মোশারফ-৫৫৯ ভোট।
ক্রিড়া সম্পাদক: মাকসুদা লিসা-৭৯২ ভোট (বিজয়ী), নিকটতম প্রতিদ্বন্দি মজিবুর রহমান-৫২৯ ভোট।
সাংস্কৃতিক সম্পাদক: মিজান চৌধুরী-৭৬০ ভোট (বিজয়ী), নিকটতম প্রতিদ্বন্দি শাহবুদ্দিন মাহতাব-৪৪১ ভোট।
আপ্যায়ন সম্পাদক: নঈমুদ্দিন-৫৮৪ ভোট (বিজয়ী), নিকটতম প্রতিদ্বন্দি আখতুজ্জামান-৫৮৩ ভোট।
কার্যনির্বাহী সদস্য: এস এম জসীম-৭৯২ ভোট, রহমান আজীজ-৭৩০ ভোট, রুমানা জামান-৭১৩ ভোট, মাহবুবুর রহমান-৬৯০ ভোট, রফিক রাফী-৬৬৬ ভোট, নার্গিস জুই-৬০৮ ভোট, জাহাঙ্গীর কিরন-৫৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এনএফ৭১/আরআর/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।