পর্তুগালের স্বাধীনতা দিবস আজ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২২, ২০:৫৯

পর্তুগালের স্বাধীনতা দিবস আজ

পর্তুগালের স্বাধীনতা দিবস আজ। ১৯৭৪ সালের এই দিনে স্বৈরশাসকের একনায়কতন্ত্রের অবসানের জন্য একটি সামরিক অভ্যুত্থান হয়। এই অভ্যুত্থানের মাধ্যমে ৪১ বছরের স্বৈরশাসনের অবসান ঘটে দেশটি থেকে।

এই দিনটিকে পর্তুগিজ ভাষায় দিয়া দো লিবারদাদ অর্থাৎ স্বাধীনতা দিবস এবং এই বিপ্লবটিকে দিয়া দো ক্রাবো বা কারনেশন বিপ্লবী হিসেবে অভিহিত করা হয়। 

কেননা অভ্যুত্থান সফল হবার পর সামরিক বাহিনী যখন রাইফেল উঁচিয়ে বিজয় উদযাপন করছিল তখন এক মহিলা তাদের রাইফেলের মাথায় কারনেশন ফুল গুঁজে দেয়। তারপর সকলে শান্তির প্রতীক হিসেবে রাইফেলের মাথায় কারনেশন ফুল গুঁজে উঁচিয়ে ধরেন। 

এ কারণেই এই দিনে সবাই ওই বিপ্লবের অংশগ্রহণকারী সকলের প্রতি সম্মান প্রদর্শন করার জন্য কারনেশন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। যা স্বাধীনতার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

এনএফ৭১/এমএ/২০২২



বিষয়: পর্তুগাল


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top