ঐক্য ভাঙার চেষ্টা সফল হবে না: মির্জা ফখরুল
Nasir Uddin | প্রকাশিত: ১১ জানুয়ারী ২০২৫, ১৪:৩২

বিএনপির ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে সেটা পারবে না বলেও জানিয়ে দিয়েছেন তিনি। শনিবার (১১ জানুয়ারি) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এবি পার্টির প্রথম কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
এসময় ফখরুল বলেন, কিছু মানুষ আছে ভুল বুঝানোর চেষ্টা করে যে বিএনপি সংস্কার চায় না। আর সব দল মতের ভিত্তিতে ঐক্যবদ্ধ জাতীয় সরকার করতে চায় বিএনপি।
তিনি বলেন, আমরা সংস্কারও চাই, দ্রুত নির্বাচনও চাই। কারণ, নির্বাচন হলে সব সংকট কেটে যাবে। নির্বাচন হলে জনগণ আরও শক্তিশালীও হবে। এ সময় হঠকারীতা না করে, নতুন বাংলাদেশ গড়তে ধৈর্য্য ধরার আহ্বানও জানান।
ফখরুল বলেন, আমরা অন্তর্বর্তী সরকারকে সমর্থন করছি। তবে, দেশের অর্থনীতির অবস্থা ভালো না, রাজনৈতিক অবস্থাও ভঙ্গুর।
বিএনপি মহাসচিব বলেন, ভয়াবহ দানবের হাত থেকে রক্ষা পেয়েছি। নতুন দেশ গড়ার স্বপ্ন দেখছি। এটা যাতে নষ্ট না হয়ে যায়, সেই চেষ্টা করতে হবে। গত ১৬ বছরে বিএনপির ৬০ লাখ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা হয়েছে। ৭০০ জন গুম হয়েছে। নিহত হয়েছে ২০ হাজারের মতো।
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, দেশ গড়ার কাজে অন্তর্বর্তী সরকার অভিজ্ঞ নয়। যারা একশ পণ্যের ওপর ভ্যাট বাড়াতে পারে, তারা মানুষের কথা বোঝেনা। এই সরকার থিউরি দিয়ে চলছে। এমনটা চলতে থাকলে মানুষ সংস্কারের ওপর আস্থা হারাবে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।