জাতীয় ও গণপরিষদ নির্বাচন একসাথে চায় এনসিপি: নাহিদ ইসলাম

Nasir Uddin | প্রকাশিত: ৪ মার্চ ২০২৫, ১৩:১৪

ছবি: সংগৃহীত

জাতীয় ও গণপরিষদ নির্বাচন একসাথে চায় নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। মঙ্গলবার (৪ মার্চ) সকালে রায়েরবাজারে আন্দোলনে শহীদদের কবর জিয়ারত শেষে এ কথা বলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গণপরিষদ নির্বাচন ও জাতীয় নির্বাচন একসঙ্গে করার দাবি আমাদের।

তিনি বলেন, জুলাই বিপ্লবে ফ্যাসিবাদী সরকার বিরুদ্ধে শতশত ছাত্র তরুণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জীবন দিয়েছে। আহতরা যেন দ্রুত সুস্থ হয় সেজন্য দেশের মানুষের কাছে দোয়া চেয়েছেন তিনি। এনসিপি শেখ হাসিনার দৃশ্যমান বিচার দেখতে চায় বলেও জানান তিনি।

জুলাই আন্দোলনে শহীদদের স্মরণ করে নাহিদ ইসলাম বলেন, যে আকাঙ্ক্ষা নিয়ে তারা জীবন দিয়েছেন, তা যেন আমরা ঠিকভাবে ধারণ করতে পারি। পাশাপাশি আমরা যারা আহত হয়েছেন, তাদের ত্যাগের প্রতি স্যালুট জানাই। আমরা অবিলম্বে গণহত্যার দৃশ্যমান বিচার কার্যক্রম দেখতে চাই।

তিনি বলেন, বিচারের মাধ্যমে শহীদদের পরিবার এবং আহতদের কষ্ট কিছুটা হলেও কমানো সম্ভব। বাংলাদেশে যারা ফ্যাসিজম কায়েম করেছিল, তাদের এমন দৃষ্টান্তমূলক বিচার করতে হবে, যেন শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীতেই কেউ স্বৈরাচার হয়ে উঠতে চাইলে একবার ভেবে নেয়। এই বিচার নিদর্শন হওয়া উচিত।

এনসিপি আহ্বায়ক বলেন, আমাদের এই ভুখণ্ডের যে লড়াইয়ের ইতিহাস রয়েছে, ১৯৪৭ সাল থেকে ১৯৭১ সাল এবং সেখান থেকে ২০২৪ সাল পর্যন্ত, সব ইতিহাস শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে আমরা নিজেদের কার্যক্রম পরিচালনা করব।

এর আগে, সকাল ৮টার দিকে জাতীয় স্মৃতিসৌধে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেছে। এই কর্মসূচির মাধ্যমে এনসিপি তাদের রাজনৈতিক যাত্রার আনুষ্ঠানিক সূচনা করেছে। এদিন বিকাল ৩টার দিকে কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হবে। সেখানে পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নেতৃত্বে কেন্দ্রীয় সদস্যরা উপস্থিত থাকবেন।

গত ২৮ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিশাল সমাবেশের মধ্যদিয়ে নতুন রাজনৈতিক দল হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে জাতীয় নাগরিক পার্টি। এরপর ২১৭ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top