শ্যামলী সুলতানা জেদনী- হান্নান মাসউদ বাগদানের পর ভুয়া পোস্ট ভাইরাল
মিঠু মুরাদ | প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩০

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) নেত্রী শ্যামলী সুলতানা জেদনীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের বাগদান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এই নতুন অধ্যায়ের ছবি ও খবর দ্রুত ভাইরাল হয়।
বাগদানের পর শ্যামলী জেদনীকে নিয়ে একটি কটূক্তিপূর্ণ পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দাবি করা হয়, ‘২ মাস আগে শ্যামলী হান্নানকে ভিক্ষুকের বাচ্চা বলে পোস্ট দিয়েছেন এবং এরপর জোরপূর্বক বিয়ে করছেন।’
তবে ফ্যাক্টচেক সাইট রিউমার স্ক্যানার জানায়, এই দাবিটি মিথ্যা। অনুসন্ধানে দেখা গেছে, শ্যামলী জেদনী কোনোভাবে হান্নান মাসউদকে ‘ভিক্ষুকের বাচ্চা’ বলে পোস্ট দেননি। ভাইরাল স্ক্রিনশটে ব্যবহার করা ক্যাপশন সম্পাদিত এবং মূল ফেসবুক পোস্টের সঙ্গে মিল নেই।
মূল পোস্টে শ্যামলী জেদনী লিখেছিলেন: “হান্নান মাসউদের নেতৃত্বকে আপনারা অস্বীকার করছেন, গুলিবিদ্ধ হওয়া নিয়ে প্রশ্ন তুলছেন, মশকরা করছেন। অথচ আপনাদের উচিত ছিল, যাদের কারণে গুলিবিদ্ধ হয়েছে তাদের উৎখাত করার বন্দোবস্ত করা।”
অর্থাৎ, বাগদানের পর ভাইরাল হওয়া কটাক্ষমূলক পোস্টটি সম্পূর্ণ ভুয়া এবং কোনো প্রমাণ নেই যে শ্যামলী জেদনী এমন কোনো মন্তব্য করেছেন।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।