আল উদেইদ ঘাঁটি ছাড়ার পরামর্শ মার্কিন সেনাদের, যুক্তরাষ্ট্র-ইরান সরাসরি যোগাযোগ বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:০৯
বুধবার সন্ধ্যার মধ্যে কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমানঘাঁটির কিছু সামরিক সদস্যকে ঘাঁটি ত্যাগ করার পরামর্শ দেওয়া হয়েছে। তিনজন কূটনীতিকের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
একই সময়ে সম্ভাব্য সামরিক হামলা নিয়ে উত্তেজনা বাড়তে থাকায় যুক্তরাষ্ট্র ও ইরানের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে সরাসরি যোগাযোগ বন্ধ হয়ে গেছে বলেও জানানো হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে রয়টার্স জানিয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের মধ্যে চলমান যোগাযোগের চ্যানেল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
ইরানে চলমান বিক্ষোভকারীদের রক্ষায় যুক্তরাষ্ট্র সামরিক হস্তক্ষেপ করতে পারে—এমন সতর্কবার্তা ক্রমশ জোরালো হওয়ার প্রেক্ষাপটেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আল উদেইদ বিমানঘাঁটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি। এখানে বর্তমানে প্রায় ১০ হাজার মার্কিন সেনা অবস্থান করছেন।
রয়টার্সকে দেওয়া বক্তব্যে এক কূটনীতিক জানান, এটি বাহিনীর ‘অবস্থানগত পরিবর্তন’, কোনো আনুষ্ঠানিকভাবে ঘাঁটি সরিয়ে নেওয়ার আদেশ নয়। তবে এই সিদ্ধান্তের পেছনে নির্দিষ্ট কোনো কারণ সম্পর্কে তিনি অবগত নন।
এ বিষয়ে মন্তব্য জানতে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি।
এদিকে তেহরান স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, ইরানে হামলা চালানো হলে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে কঠোর পাল্টা প্রতিশোধ নেওয়া হবে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।