ফেব্রুয়ারি পর্যন্ত ঐক্য থাকলে জয় সুনিশ্চিত’ - তারেক রহমান
মিঠু মুরাদ | প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৪১

বিএনপির নেতাকর্মীদের প্রতি ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, আগামী ফেব্রুয়ারি পর্যন্ত যদি ইস্পাত কঠিন ঐক্য ধরে রাখা যায়, তবে জনগণের রায় ধানের শীষের পক্ষেই আসবে।
শনিবার (২০ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ আহ্বান জানান তিনি।
তারেক রহমান বলেন, দেশে সরাসরি স্বৈরাচার না থাকলেও একটি অদৃশ্য শক্তি ধীরে ধীরে মাথাচাড়া দিয়ে উঠছে। এই পরিস্থিতিতে জনগণের অধিকার প্রতিষ্ঠা ও দেশের উন্নয়নের ধারাবাহিকতা নিশ্চিত করতে নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, “এখন আর বসে থাকার সময় নেই। দেশের মানুষকে তার ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে হলে সক্রিয়ভাবে মাঠে থাকতে হবে।”
দলের নাম ব্যবহার করে কেউ যেন ব্যক্তিস্বার্থে লাভবান না হয় বা জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াতে না পারে— সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার পরামর্শ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
দেশের রাজনৈতিক সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি প্রায় আড়াই বছর আগে থেকেই সংস্কারের প্রস্তাব দিয়েছে। তবে সেই পরিবর্তন হতে হবে জনগণের রায়ে প্রতিষ্ঠিত বৈধ সরকারের মাধ্যমে।
তিনি জোর দিয়ে বলেন, “আমাদের লক্ষ্য স্পষ্ট— জনগণের অধিকার ফিরিয়ে আনা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশের উন্নয়ন নিশ্চিত করা। এই লক্ষ্যে আর সময় নষ্ট করার সুযোগ নেই।”
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।