সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২

বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদের আশ্বাসে অনশন ভাঙলেন তারেক রহমান

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৫, ০৯:২৩

ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদের আশ্বাসে অনশন ভেঙেছেন আম জনতার দল-এর সদস্য সচিব তারেক রহমান। এরপর তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

রবিবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মূল ফটকে এসে সালাহ উদ্দিন আহমেদ তারেক রহমানের অনশন ভাঙান।

এ সময় সালাহ উদ্দিন আহমেদ তারেককে উদ্দেশ্য করে বলেন,

“আগামীকাল আপিল আবেদন করবে। কয়েকটি অফিসের মধ্যে সংস্কার করবে। এখন তোমার অনশন ভাঙা উচিত।”

এরপর তিনি নিজে উপস্থিত থেকে তারেক রহমানকে অ্যাম্বুলেন্সে তুলে হাসপাতালে পাঠান।

এর আগে দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ অনশন ভেঙে আপিল করার আহ্বান জানান। তিনি বলেন,

“আপিল, সংশোধনী, পরিমার্জন বা সময় বর্ধন—এসব তো প্রচলিত প্রক্রিয়া। নিশ্চয়ই তারা বিষয়টি বিবেচনায় নেবেন। আমি আন্তরিকভাবে অনুরোধ করছি, যেন এই অনশন ভঙ্গ করে আইনগত প্রক্রিয়ায় বিষয়টি সমাধানের পথে নিয়ে যাওয়া হয়।”

আখতার আহমেদ আরও বলেন,

“একটি নিবন্ধন না মঞ্জুর করা হয়েছে কিছু শর্তের আওতায়, আর দলটি কিছু জায়গায় বলছে তারা তাতে একমত নয়—সেটি স্বাভাবিক। তারা চাইলে পুনর্বিবেচনা বা সংশোধনের জন্য আবেদন করতে পারে। আবেদন করলে কমিশন তা বিবেচনা করবে কিনা—সেটি পরবর্তী বিষয়।”

গত ৪ নভেম্বর চূড়ান্ত পর্যালোচনায় নির্বাচন কমিশন তিনটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেয়—জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী) এবং বাংলাদেশ আম জনগণ পার্টি।
সেই তালিকা থেকে বাদ পড়ে তারেক রহমানের নেতৃত্বাধীন আম জনতার দল। এ সিদ্ধান্তের প্রতিবাদে সেদিন বিকেল থেকেই নির্বাচন ভবনের মূল ফটকে অনশন শুরু করেন তিনি।


সালাহ উদ্দিন আহমেদের হস্তক্ষেপে অবশেষে অনশন ভাঙেন তারেক রহমান। এখন তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, আর দলটি আগামীকাল নির্বাচন কমিশনে আপিল আবেদন জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top