ঢাকায় ‘আওয়ামী লীগ লকডাউন’ ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৫, ১২:৫৯
ঢাকায় বৃহস্পতিবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচি উপলক্ষে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছে। অন্যদিকে, আওয়ামী লীগ নেতারা বলছেন, পরিস্থিতি যাই হোক না কেন, তারা এই কর্মসূচির মাধ্যমে ঢাকাকে বিচ্ছিন্ন করবে।
গত কয়েকদিনে ঢাকাসহ বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনায় সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী দলটিকে দায়ী করছে। তবে আওয়ামী লীগের নেতারা এই অভিযোগ অস্বীকার করে বিবিসি বাংলাকে জানিয়েছেন, ‘সরকার তাদের মদদপুষ্ট সাম্প্রদায়িক শক্তিকে এগুলো করাচ্ছে আওয়ামী লীগের ঘাড়ে দোষ চাপানোর জন্য।’
ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত ২৩ অক্টোবর জানিয়েছিল, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় ১৩ নভেম্বর ঘোষণা করা হবে। এই ঘোষণার পর থেকেই রাজধানীতে নাশকতার ঘটনা ঘটেছে।
আ ফ ম বাহাউদ্দিন নাসিম ও দলের মুখপাত্র মোহাম্মদ আলী আরাফাত জানিয়েছেন, ‘ক্যাঙ্গারু কোর্ট বানিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে ভুয়া রায় দেয়ার চেষ্টার বিরুদ্ধেই’ তারা লকডাউন কর্মসূচি পালন করবেন।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, গত ১১ দিনে ১৫টি স্থানে ১৭টি ককটেল বিস্ফোরণ এবং দুই দিনে ৯টি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তিনি বলেন, ‘১৩ নভেম্বর নিয়ে আশঙ্কার কারণ নেই। আমরা সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবো।’
রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগ তাদের নেত্রীর মামলার বিষয়টি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। তিনি সতর্ক করেছেন, রাজনৈতিক সমাধান না হলে এ ধরনের পরিস্থিতি বারবার ঘটতে পারে, যা শুধুমাত্র পুলিশের মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে জানানো হয়েছে, ১০ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত বিক্ষোভ ও ১৩ নভেম্বর ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি পালন হবে। দলটির নেতা-কর্মীরা এখনও কর্মসূচি সফল করতে তৎপর।
সরকার ও পুলিশ জানিয়েছে, নিষিদ্ধ আওয়ামী লীগের যে কোনো তৎপরতা কঠোরভাবে দমন করা হবে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।