মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২

খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি, সিসিইউতে পর্যবেক্ষণে

নিজস্ব প্রতিবেদক ঢাকা | প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২৫, ১১:১০

ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। মেডিকেল বোর্ডের পরামর্শে তাঁকে তরল খাবার দেওয়া হচ্ছে এবং তিনি তা গ্রহণও করতে পারছেন। হাসপাতালের শয্যাপাশে থাকা পুত্রবধূ শর্মিলা রহমানের সঙ্গে মাঝেমধ্যে কথা বলছেন তিনি। চিকিৎসকদের ডাকেও সাড়া দিচ্ছেন।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) তাঁকে চার দিন ধরে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। মেডিকেল বোর্ডের সদস্যরা জানিয়েছেন, আরও কিছুদিন সিসিইউতেই চিকিৎসা চলবে।

মেডিকেল বোর্ডের সদস্য হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার বলেন,
“খালেদা জিয়ার অবস্থা নতুন করে খারাপ হয়নি। এটাকেই আমরা উন্নতি বলছি। প্রয়োজন অনুযায়ী অক্সিজেন দেওয়া হচ্ছে। ডায়ালাইসিস সম্পন্ন হয়েছে। নতুন কিছু পরীক্ষাও করা হয়েছে।”

তিনি আরও জানান, শারীরিক অবস্থার আরও উন্নতি হলে তাঁকে সিঙ্গাপুর অথবা লন্ডন নেওয়ার পরিকল্পনা রয়েছে।

আজ ঢাকায় আসছেন চীনের একটি বিশেষজ্ঞ চিকিৎসক প্রতিনিধি দল। তারা খালেদা জিয়ার স্বাস্থ্যপরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি চিকিৎসাসেবা ও পরামর্শ দেবেন বলে বিএনপি সূত্রে জানা গেছে।

মেডিকেল বোর্ডে নতুন করে লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক যুক্ত হয়েছেন, যেখানে তিনি গত জানুয়ারিতে চিকিৎসা নিয়েছিলেন। এছাড়া

  • যুক্তরাজ্য

  • সৌদি আরব

  • সিঙ্গাপুর

  • চীন

  • যুক্তরাষ্ট্রের জনস হপকিনস ও মাউন্ট সিনাই
    সহ বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানের চিকিৎসকেরা নিয়মিত ভার্চুয়াল আলোচনায় অংশ নিচ্ছেন।

লন্ডন থেকে ডা. জোবাইদা রহমান এবং যুক্তরাষ্ট্র থেকে জনস হপকিনস–এর চিকিৎসকেরাও প্রতিদিনের বৈঠকে অংশ নিয়ে নতুন করণীয় ঠিক করছেন।

ঢাকার রাশিয়ান রাষ্ট্রদূত খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেছেন। রাষ্ট্রদূতের পক্ষ থেকে এক ঊর্ধ্বতন কর্মকর্তা ফুলের তোড়া ও শুভেচ্ছাবার্তা নিয়ে গুলশানে চেয়ারপারসন কার্যালয়ে যান। খালেদা জিয়ার পক্ষ থেকে তা গ্রহণ করেন তাঁর একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার।

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ সম্মেলনে বলেন,
“চিকিৎসকদের কাছে শুনেছি—উনার অবস্থার অবনতি হয়নি। তবে উল্লেখযোগ্য উন্নতিও হয়নি। অর্থাৎ শারীরিক অবস্থা অপরিবর্তিত।”

তিনি আরও জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে তাঁর মায়ের চিকিৎসার সবকিছু সমন্বয় করছেন এবং অত্যন্ত উদ্বেগের মধ্যে সময় কাটাচ্ছেন।

দেশজুড়ে খালেদা জিয়ার আরোগ্য কামনায় আয়োজন চলছে।
ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে পল্লবী-২ নম্বর কমিউনিটি সেন্টারে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
একই দিন শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে প্রার্থনা সভা হয়।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top