খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে কড়াইলে তারেক রহমান ও জোবাইদা
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২০ জানুয়ারী ২০২৬, ১৬:৩৭
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কড়ালইবাসীর আয়োজিত দোয়া মাহফিলে অংশ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার বিকেল ৪টায় রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি কলোনিতে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী ডা. জোবাইদা রহমান।
দোয়া মাহফিলে খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এতে স্থানীয় বাসিন্দা ও দলীয় নেতাকর্মীরা অংশ নেন।
কড়ালইবাসীর উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিল শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।