বেগম খালেদা জিয়ার অবস্থা আবারও ক্রিটিক্যাল নেয়া হয়েছে ভেন্টিলেশনে
স্টাফ রিপোটার, ঢাকা | প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২৫, ১৫:২১
এনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আবারও সংকটাপন্ন হয়ে পড়েছে। দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান সোমবার ১ ডিসেম্বর দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, “বেগম জিয়ার অবস্থার আবার অবনতি হয়েছে। গতকাল রাত থেকে তাকে ভেন্টিলেশনে নিতে হয়েছে। চিকিৎসকেরা তাকে ক্রিটিক্যাল অবস্থায় নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।”
এর আগে সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও খালেদা জিয়ার গুরুতর অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী অত্যন্ত অসুস্থ হওয়ায় বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। দেশি-বিদেশি বিশেষজ্ঞদের একটি মেডিকেল বোর্ড তার সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করছে। কোনো সিদ্ধান্ত বা পরবর্তী চিকিৎসা–সংক্রান্ত তথ্য আনুষ্ঠানিকভাবে চিকিৎসকেরাই জানাবেন বলে তিনি উল্লেখ করেন।
মির্জা ফখরুল দেশবাসীর কাছে বেগম জিয়ার সুস্থতার জন্য দোয়া কামনা করেন এবং দ্রুত আরোগ্য লাভের আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, ৮০ বছর বয়সী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই বহু শারীরিক জটিলতায় ভুগছেন। তার দীর্ঘমেয়াদি রোগগুলোর মধ্যে রয়েছে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস এবং কিডনিসংশ্লিষ্ট সমস্যা। এসব জটিলতার কারণে গত কয়েক বছরে তাকে একাধিকবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে।
সাম্প্রতিকভাবে, ২৩ নভেম্বর রাতে তার শ্বাসকষ্ট বেড়ে গেলে দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিকভাবে অক্সিজেন সাপোর্টে রাখলেও অবস্থার অবনতি হওয়ায় বিশেষজ্ঞ বোর্ড তাকে ভেন্টিলেশনে নেওয়ার সিদ্ধান্ত নেয়। বর্তমানে তিনি জীবন–ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছেন।
চিকিৎসক ও পরিবার–পরিজন থেকে শুরু করে বিএনপি নেতৃত্ব—সবারই প্রত্যাশা, দ্রুত প্রয়োজনীয় চিকিৎসা পেয়ে বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে ওঠবেন। দেশের বিভিন্ন প্রান্তে দলীয় নেতা–কর্মী ও সমর্থকেরাও তার সুস্থতার জন্য দোয়া করছে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।