তারেক রহমান এখনও ভোটার নন: নির্বাচন কমিশন
স্টাফ রিপোটার, ঢাকা | প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২৫, ১৫:৫৩
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনও ভোটার হননি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। সোমবার (১ ডিসেম্বর) নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
ইসির সিনিয়র সচিব বলেন, “আমার জানামতে, তারেক রহমান ভোটার হননি এখনও। তার প্রার্থিতা বা ভোট দেয়ার বিষয়ে কমিশন সিদ্ধান্ত দিতে পারবে।”
তিনি আরও জানান, ভোটার তালিকা আইনে নির্বাচন কমিশনের ক্ষমতা রয়েছে যেকোনো ব্যক্তিকে যেকোনো সময় ভোটার তালিকাভুক্ত করার। তবে যাদের বয়স ৩১ অক্টোবরের আগে ১৮ বছর হয়নি, তারা নতুন ভোটার তালিকায় যুক্ত হতে পারবেন না।
বিএনপির সূত্র বলছে, চলতি মাসের মধ্যভাগে দেশে ফিরে ভোটার হবেন তারেক রহমান। কারণ ছবিযুক্ত ভোটার তালিকা তৈরি হওয়ার সময় (২০০৮) তিনি ও তার স্ত্রী জোবাইদা রহমান লন্ডনে ছিলেন। জোবাইদা রহমান সম্প্রতি দেশে ফিরে ভোটার হয়েছেন, তবে তারেক রহমানের বায়োমেট্রিক আবেদন এখনও হয়নি।
ভোটার আইডির জন্য স্বাক্ষর, ১০ আঙুলের ছাপ ও আইরিশ বাধ্যতামূলক হওয়ায় দেশে ফেরার পরেই তিনি এসব সম্পন্ন করবেন।
নতুন রাজনৈতিক দল নিবন্ধনের বিষয়ে প্রশ্ন করা হলে ইসির সিনিয়র সচিব জানান, এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।