রাজশাহীতে ৮ দলের সমাবেশ: জাতীয় সনদ বাস্তবায়ন ও গণভোট দাবিতে মতবিনিময়
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২৫, ১৬:১৪
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে রাজশাহী বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত সমাবেশে ইসলামী ৮ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেন, আগামীর সংসদ চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত হবে। তিনি জানান, অতীতে যারা চাঁদাবাজি করেছে, তাদের আর খাওয়া হবে না। আগামীর সংসদ হবে কুরআনের সংসদ, যেখানে সচিবালয়, সংসদ ও বিচারালয় সবকিছু কুরআনের আলোকে পরিচালিত হবে।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ৮ দলের জোট নতুন জাগরণ তৈরি করেছে। জাতীয় নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত হওয়া জরুরি। তিনি সতর্ক করেছেন, গণভোট ও নির্বাচন একই দিনে আয়োজন করা হলে জনগণ বিভ্রান্ত হবে। তাঁর বক্তব্য, গণভোটে হ্যা ভোট মানে ফ্যাসিবাদ বিরোধী, দুর্নীতি ও সুশাসনের পক্ষে নতুন রাষ্ট্র প্রতিষ্ঠা।
সমাবেশে অন্যান্য বক্তারা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নারী কর্মীদের ওপর হামলা এবং অবৈধ রাজনৈতিক ষড়যন্ত্র নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। ৮ দলের একাধিক নেতা জানিয়েছেন, নির্বাচন ও গণভোটের পূর্বশর্ত বাস্তবায়নের জন্য প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা রাখতে হবে।
জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি রাশেদ প্রধান বলেন, কিছু পক্ষ বুলেট দিয়ে নির্বাচনী প্রচারণা করছে, কিন্তু জনগণ তা ব্যালেটে প্রতিহত করবে। তিনি নির্বাচকদের সতর্ক করে বলেন, জনগণের ম্যান্ডেট নষ্ট করা যাবে না।
সমাবেশে বক্তব্য রাখেন আরও অনেকে, যার মধ্যে ছিলেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি এডভোকেট আনোয়ারুল ইসলাম চান, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম মেম্বার আশরাফ আলী আকন্দ, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমির আব্দুল মাজেদ আতহারি, জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরী নেতৃবৃন্দ ও স্থানীয় রাজনৈতিক সংগঠনের নেতারা। তারা সবাই গণভোট ও জুলাই সনদ কার্যকর করে নতুন একটি সুশাসিত, দুর্নীতি মুক্ত রাষ্ট্র গঠনের আহ্বান জানিয়েছেন।
মো:আজিজুল ইসলাম, রাজশাহী প্রতিনিধি
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।