মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫, ১৮ অগ্রহায়ণ ১৪৩২

তারেক রহমান দেশে ফিরছেন শিগগিরই: সালাহউদ্দিন আহমদ

স্টাফ ‍রিপোটার, ঢাকা | প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৪

ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

সোমবার (১ ডিসেম্বর) রাতে বিএনপির স্থায়ী কমিটির নিয়মিত বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

সালাহউদ্দিন আহমদ বলেন, “আজকের বৈঠক ছিল নিয়মিত। তবে বৈঠকে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য বিষয়ে নতুন করে আলোচনা হয়েছে। তার চিকিৎসা ও স্বাস্থ্যগত আপডেট নিয়ে ডা. এ জেড এম জাহিদ বিস্তারিত কথা বলবেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।”

তিনি আরও জানান, দলের অগণতান্ত্রিক পরিস্থিতি, চলমান রাজনৈতিক প্রেক্ষাপট ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে।

বিএনপির উচ্চপর্যায়ের সূত্র বলছে, তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন করে আশাবাদ তৈরি হয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top