খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মক্কায় ওমরাহ পালন করেছেন বিএনপি নেতারা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২৫, ১৩:২২

সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় সৌদি আরবের মক্কায় পবিত্র ওমরাহ পালন করেছেন মক্কা প্রাদেশিক বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সোমবার (২ ডিসেম্বর) রাতে কাবা ঘরে পবিত্র ওমরাহ পালন করেন তারা। অনুষ্ঠানে নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবদুর রহমান, এবং উপস্থিত ছিলেন মক্কা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, জাতীয়তাবাদী ফোরামের সভাপতি মোহাম্মদ শাহাজাহান, জেদ্দা কেন্দ্রীয় যুবদলের সভাপতি বাহার উদ্দিন বাহার, মক্কা জাতীয়তাবাদী ফোরামের সভাপতি রাশেদুল আমিন চৌধুরী সহ আরও অনেকে।

ওমরাহ শেষে নেতারা খালেদা জিয়ার আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করেন। এ সময় মক্কা বিএনপি, জেদ্দা মহানগর ও তায়েফ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top