বৃহঃস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২

লন্ডনের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল ঢাকায়

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত

স্টাফ ‍রিপোটার, ঢাকা | প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২৫, ০৯:২২

ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো অপরিবর্তিত রয়েছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় প্রতিদিনই তার নিয়মিত শারীরিক পরীক্ষা চলছে। মেডিকেল বোর্ড জানিয়েছে, খালেদা জিয়া কিছুটা রেসপন্স করলেও এটাকে আশানুরূপ উন্নতি বলা যাচ্ছে না।

বুধবারও তার বেশ কয়েকটি প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান—
“ম্যাডামের অবস্থা অপরিবর্তিত। উন্নতি বা অবনতি—কিছুই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।”

মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক বলেন, তিনি ডাকের প্রতি কিছুটা সাড়া দিচ্ছেন, তবে স্বাস্থ্যের বিভিন্ন প্যারামিটার উঠানামা করছে। প্রতিদিন রাতে দেড় ঘণ্টারও বেশি সময় ধরে দেশি-বিদেশি চিকিৎসকদের নিয়ে বৈঠক করছেন মেডিকেল বোর্ড।

২৩ নভেম্বর স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই তিনি চিকিৎসাধীন। ২৭ নভেম্বর অবস্থা সংকটাপন্ন হলে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়।
চীনের ১০ সদস্যের চিকিৎসক দলসহ যুক্তরাষ্ট্র, চীন, কাতার, সৌদি আরব, পাকিস্তান ও ভারতের বিশেষজ্ঞরা চিকিৎসায় সহযোগিতা করছেন।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বুধবার সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার খোঁজখবর নেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে সিসিইউতে নিয়ে যান। এ সময় মেডিকেল বোর্ডের প্রধান ডা. শাহাবুদ্দিন তালুকদার ও ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ হোসেনও উপস্থিত ছিলেন।

এর আগে দুপুরে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার সিসিইউতে গিয়ে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি জানান, খালেদা জিয়া ইশারায় সালামের উত্তর দিয়েছেন।

খালেদা জিয়ার চিকিৎসা সহায়তায় লন্ডনের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল বৃহস্পতিবার সকালে ঢাকায় পৌঁছান। বিমানবন্দর থেকে একটি হোটেলে বিশ্রাম নেওয়ার পর তিনি দুপুরে এভারকেয়ার হাসপাতালে যান।

দেশব্যাপী খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া ও মুখরোচক কর্মসূচি চলছে।

  • ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে মিরপুর সিটি ক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

  • মুন্সীগঞ্জের লৌহজংয়ে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে উপজেলা বিএনপি দোয়া মাহফিলের আয়োজন করে।

  • সাতক্ষীরায় জেলা বিএনপি নেতা ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন মুকুলের উদ্যোগে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় এতিমদের মাঝে ছাগল বিতরণ করা হয়।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top