বৃহঃস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২

খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে যাচ্ছেন যারা

স্টাফ ‍রিপোটার, ঢাকা | প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২৫, ১৬:২৯

ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে এভারকেয়ার হাসপাতালের গেটের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, খালেদা জিয়ার এই সফরে তার সঙ্গে থাকবেন চিকিৎসক ও দলের নেতাকর্মীসহ মোট ১৪ জন সফরসঙ্গী।

 

সফরসঙ্গীদের তালিকা

১. সৈয়দা শর্মিলা রহমান – খালেদা জিয়ার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী
২. ডা. এ জেড এম জাহিদ হোসেন – বিএনপির স্থায়ী কমিটির সদস্য
৩. এনামুল হক চৌধুরী – চেয়ারপারসনের উপদেষ্টা

সঙ্গে থাকা ৫ চিকিৎসক

  • ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকি

  • শাহাবুদ্দিন তালুকদার

  • নুরউদ্দিন আহমেদ

  • জাফর ইকবাল

  • মোহাম্মদ আল মামুন

নিরাপত্তা টিম

  • হাসান শাহরিয়ার ইকবাল

  • সৈয়দ সামিন মাহফুজ

অন্যান্য সফরসঙ্গী

  • আব্দুল হাই মল্লিক

  • মাসুদুর রহমান

  • ফাতেমা বেগম

  • রুপা সিকদার

দলের নেতারা জানান, সব প্রক্রিয়া সম্পন্ন হলে শিগগিরই তাকে মধ্যরাতে লন্ডনে নেওয়া হতে পারে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top