ঢাকার আরও ৪ আসনে বিএনপির প্রার্থী হলেন যারা
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২৫, ১৭:৩১
আগামী জাতীয় সংসদ নির্বাচনে আরও ৩৬টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বেলা পৌনে ৪টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব প্রার্থীর নাম ঘোষণা করেন।
এ তালিকায় ঢাকার আরও চারটি আসন অন্তর্ভুক্ত রয়েছে। ঘোষিত সম্ভাব্য প্রার্থীরা হলেন—
ঢাকা-৭: হামিদুর রহমান,ঢাকা-৯: হাবিবুর রশিদ,ঢাকা-১০: শেখ রবিউল আলম,ঢাকা-১৮: এস এম জাহাঙ্গীর হোসেন
এর আগে ঢাকার ১৩টি আসনে বিএনপি প্রার্থী ঘোষণা করে। তারা হলেন—
ঢাকা-১: খন্দকার আবু আশফাক,ঢাকা-২: আমানউল্লাহ আমান,ঢাকা-৩: গয়েশ্বর চন্দ্র রায়,ঢাকা-৪: তানভীর আহমেদ রবিন,ঢাকা-৫: নবীউল্লাহ নবী,ঢাকা-৬: ইশরাক হোসেন,ঢাকা-৮: মির্জা আব্বাস,ঢাকা-১১: এম কাইয়ুম,ঢাকা-১২: সাইফুল আলম নীরব,ঢাকা-১৪: সানজিদা ইসলাম তুলি,ঢাকা-১৫: শফিকুল ইসলাম খান,ঢাকা-১৬: আমিনুল হক,ঢাকা-১৯: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন
এদিকে ঢাকা-১৩, ঢাকা-১৭ ও ঢাকা-২০ আসনের প্রার্থী পরবর্তীতে ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।
গত ৩ নভেম্বর বিএনপি ৩০০ আসনের মধ্যে ২৩৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছিল। ফাঁকা রাখা ৬৩ আসনের মধ্যে আজ আরও ৩৬টি আসনের প্রার্থী ঘোষণা করল দলটি।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।