ঢাকায় আসছেন ডা. জুবাইদা রহমান
আজ লন্ডন নেওয়া হতে পারে খালেদা জিয়াকে
স্টাফ রিপোটার, ঢাকা | প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২৫, ১০:০৫
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে আজ (শুক্রবার) লন্ডন নেওয়া হতে পারে। সকাল ১০টার পর কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে লন্ডন নেওয়ার প্রস্তুতি চলছে বলে বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে।
এর আগে কাতারের আমির প্রেরিত বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স বৃহস্পতিবার রাতে ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও কারিগরি সমস্যার কারণে এর আগমনে বিলম্ব হতে পারে বলে জানা গেছে।
এদিকে খালেদা জিয়াকে লন্ডন নেওয়ার প্রক্রিয়া সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ও চিকিৎসক ডা. জুবাইদা রহমান ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৬টার পর তার ফ্লাইট ছেড়েছে। বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টার দিকে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তার।
ঢাকায় নেমেই তিনি সরাসরি এয়ার অ্যাম্বুলেন্সে যোগ দেবেন এবং শাশুড়ি খালেদা জিয়াকে সঙ্গে নিয়ে লন্ডনে ফিরে যাবেন। এসব প্রক্রিয়ার কারণে খালেদা জিয়ার রওনা দিতে শুক্রবার সকাল ১০টার পর সময় লাগতে পারে বলে জানিয়েছেন বিএনপির দায়িত্বশীলরা।
বিএনপি সূত্র আরও জানায়, ডা. জুবাইদা রহমান ঢাকায় পৌঁছানোর পরই খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলার প্রস্তুতি চূড়ান্ত করা হবে। এ কারণে রওনা দেওয়ার ক্ষেত্রে কয়েক ঘণ্টা বিলম্ব হওয়ার সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার দুপুরে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, “দেশি–বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আজ মধ্যরাতের পর অথবা আগামীকাল সকালে কাতার এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে তাকে লন্ডনে নেওয়া হতে পারে। বেশ কয়েকজন চিকিৎসক তার সঙ্গে থাকবেন।”
৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিসসহ কিডনি, ফুসফুস, হৃদপিণ্ড ও চোখের জটিল সমস্যায় ভুগছেন। হৃৎপিণ্ড ও ফুসফুসে সংক্রমণ ধরা পড়ার পর গত ২৩ নভেম্বর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে দেশি–বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা তার চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।