শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

তারেক রহমানের নিরাপত্তায় বিএনপির কেনা বুলেটপ্রুফ প্রাডো দেশে, রেজিস্ট্রেশন–ফিটনেস সম্পন্ন

Mithu Murad | প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২৫, ১০:০৯

টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো এলসি ২৫০

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেনা বিশেষ সুরক্ষাব্যবস্থাসম্পন্ন টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো এলসি–২৫০ মডেলের গাড়িটি দেশে পৌঁছেছে। গাড়িটির রেজিস্ট্রেশন ও ফিটনেস অনুমোদন সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। শুল্ক ও ভ্যাটসহ মোট ব্যয় দাঁড়িয়েছে ২ কোটি ৭৬ লাখ টাকা।

দলীয় সূত্রের দাবি, এই গাড়িটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় ব্যবহারের জন্যই আনা হয়েছে।

বিআরটিএ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সাদা রঙের সাত আসনের হার্ড–জিপ টাইপের ল্যান্ড ক্রুজার প্রাডোটি বিএনপির নামে আনুষ্ঠানিকভাবে রেজিস্ট্রেশন করা হয়। রেজিস্ট্রেশন ঠিকানা হিসেবে উল্লেখ করা হয়েছে দলের কেন্দ্রীয় কার্যালয়—২৮/১ নয়াপল্টন।

২ হাজার ৮০০ সিসির জিপটি ২০২৫ সালে জাপানে তৈরি হলেও এটি সংযুক্ত আরব আমিরাতের ভেলোস অটোমোটিভ এক্সপোর্টিং এলএলসি থেকে আমদানি করেছে তেজগাঁও শিল্পাঞ্চলের এশিয়ান ইমপোর্টস লিমিটেড।

আমদানির নথি অনুযায়ী, গাড়িটির ঘোষিত ক্রয়মূল্য ৩৭ হাজার মার্কিন ডলার। প্রতি ডলার ১২২ টাকা ৪১ পয়সা হিসেবে এনবিআর শুল্কায়ন করলে ভিত্তিমূল্য দাঁড়ায় ৪৫ লাখ ২৯ হাজার ১৭০ টাকা। তবে কাস্টমস কর্তৃপক্ষ গাড়িটির অ্যাসেসমেন্ট ভ্যালু নির্ধারণ করেছে ৪১ হাজার ডলার।

গাড়িটি ছাড় করতে শুল্ক, ভ্যাট ও অন্যান্য কর বাবদ পরিশোধ করতে হয়েছে ২ কোটি ৩১ লাখ ১৬ হাজার ৯৪২ টাকা। সব মিলিয়ে গাড়িটির মোট ব্যয় দাঁড়িয়েছে ২ কোটি ৭৬ লাখ ৪৬ হাজার ১১২ টাকা।

রেজিস্ট্রেশনের দিনই বিআরটিএর ঢাকা মেট্রো-১ সার্কেলের মোটরযান পরিদর্শক সাবিকুন নাহার গাড়িটির ফিটনেস অনুমোদন দেন, যার মেয়াদ ২০২৯ সালের ডিসেম্বর পর্যন্ত। তবে ট্যাক্স টোকেন অনুমোদন দেওয়া হয়েছে এক বছরের জন্য।

উল্লেখ্য, চলতি বছরের জুন ও অক্টোবর মাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচারের নিরাপত্তার জন্য দুটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমতি দিয়েছিল।

তবে নতুন আনা প্রাডোটি সেই অনুমোদিত গাড়িগুলোর অন্তর্ভুক্ত কি না বা এটি বুলেটপ্রুফ কিনা—সে বিষয়ে নিশ্চিত তথ্য জানাতে পারেনি বিএনপি নেতারা।

দলটির মিডিয়া সেল কিংবা তারেক রহমানের উপদেষ্টাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top