খালেদা জিয়ার এন্ডোস্কপি সফল, বন্ধ হয়েছে অভ্যন্তরীণ রক্তক্ষরণ
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৪
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এন্ডোস্কপি সফলভাবে সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে তার পাকস্থলির (ইস্টোমার) অভ্যন্তরীণ রক্তক্ষরণ বন্ধ করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে মেডিকেল বোর্ডের পরামর্শে অত্যন্ত সতর্কতার সঙ্গে এ এন্ডোস্কপি সম্পন্ন করা হয়। বিষয়টি গণমাধ্যমে পাঠানো এক বার্তায় নিশ্চিত করেছে বিএনপির মিডিয়া সেল।
মেডিকেল বোর্ডের এক সদস্য জানান, বেগম খালেদা জিয়ার এন্ডোস্কপি পুরোপুরি সফল হয়েছে এবং রক্তক্ষরণ নিয়ন্ত্রণে এসেছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে অত্যন্ত সতর্কতার সঙ্গে প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়।
এদিকে হাসপাতালের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, বিকেলের এন্ডোস্কপির পর সন্ধ্যায় খালেদা জিয়ার একটি মাইনর অপারেশনও করা হয়েছে। চিকিৎসকদের মতে, তার পরবর্তী শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাতেই দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে।
সেই বৈঠকে তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশে নেওয়ার বিষয়েও আলোচনা হতে পারে বলে সূত্রের তথ্য।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।