শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২

এয়ার অ্যাম্বুলেন্স বিলম্বে লন্ডন যাত্রা অনিশ্চিত, শারীরিক অবস্থা অপরিবর্তিত খালেদা জিয়ার

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২৫, ১০:২৩

ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার লন্ডনে উন্নত চিকিৎসার জন্য যাত্রা আবারও পিছিয়ে যাচ্ছে। কাতারের আমিরের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় নির্ধারিত সময় অনুযায়ী শনিবার এটি ঢাকায় পৌঁছানো না–ও যেতে পারে। ফলে রবিবার তাকে লন্ডনে নেওয়ার পরিকল্পনাও এখন অনিশ্চিত হয়ে পড়েছে।

দলীয় সূত্র জানায়, কাতার সরকার ইতোমধ্যে জার্মানি থেকে আরেকটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর ব্যবস্থা করেছে। এটি শনিবার বিকাল ৫টার দিকে ঢাকায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। তবে সবকিছুই নির্ভর করছে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা ও মেডিকেল বোর্ডের অনুমতির ওপর।

শুক্রবার রাতে খালেদা জিয়ার এন্ডোস্কোপি সম্পন্ন হয়, যাতে তার পাকস্থলীর অভ্যন্তরীণ রক্তক্ষরণ নিয়ন্ত্রণে আসে। এরপর একটি ছোট অপারেশনও করা হয়।
চিকিৎসকরা জানান, তার অবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন না এলেও তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। হৃদযন্ত্র, লিভার, কিডনি ও ফুসফুসের জটিলতা এখনো উদ্বেগজনকভাবে ওঠানামা করছে।

মেডিকেল বোর্ড শুক্রবার দুই দফা বৈঠক করে সর্বশেষ রিপোর্ট পর্যালোচনা করেছে। তাদের মতে, দীর্ঘ ১৩ ঘণ্টার আকাশযাত্রা করার মতো অবস্থায় তিনি আছেন কি না—এ বিষয়টিও গুরুত্বপূর্ণ বিবেচনায় রয়েছে।

শুক্রবার সকালে লন্ডন থেকে ঢাকায় এসে শাশুড়িকে দেখতে এভারকেয়ার হাসপাতালে ছুটে যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান। তিনি মেডিকেল বোর্ড ও বিদেশি চিকিৎসকদের সঙ্গে দীর্ঘ সময় আলোচনা করেন।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আহ্বানে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শুক্রবার দেশের সব মসজিদে বাদ জুমা বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। মন্দির, গির্জা ও প্যাগোডায়ও প্রার্থনা হয়।
বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে তার দ্রুত সুস্থতা কামনা করা হয়।

এভারকেয়ার হাসপাতালের সামনে প্রতিদিনই ভিড় করছেন বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষ। অনেকে সেখানে দাঁড়িয়ে দোয়া ও প্রার্থনায় অংশ নিচ্ছেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top