মনোনয়ন পেলেই ভিন্ন উপায় নির্বাচনী প্রচারণা চালাবেন তাসনিম জারা
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২৫, ১৮:৫৩
জাতীয় পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা ঘোষণা দিয়েছেন, আগামী জাতীয় নির্বাচনে মনোনয়ন পেলে তিনি ব্যতিক্রমী প্রক্রিয়ায় নির্বাচনী প্রচারণা চালাবেন। শনিবার (৬ ডিসেম্বর) নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি জানিয়েছেন, প্রচলিত অর্থনির্ভর রাজনীতির বাইরে থেকে স্বেচ্ছাসেবক টিম গড়ে নির্বাচনী প্রচারণা পরিচালনা করবেন।
তাসনিম জারা বলেন, “আমাদের দেশে আইন অনুযায়ী একজন প্রার্থী সর্বোচ্চ ২৫ লাখ টাকা খরচ করতে পারেন। কিন্তু বাস্তবে অনেক প্রার্থী ২০, ৫০ বা ১০০ কোটি টাকা পর্যন্ত খরচ করেন এবং নির্বাচন কমিশনের কাছে জানান মাত্র ২৫ লাখ টাকা খরচ হয়েছে। আমি এই অসততা ও মিথ্যার রাজনীতি করব না। আইনে অনুমোদিত টাকার বাইরে আমি একটাও টাকা খরচ করব না।”
তিনি আরও জানান, অল্প বাজেটে নির্বাচন সম্ভব এবং সব খরচ স্বচ্ছভাবে জানানো হবে। তিনি জনগণের সহযোগিতায় স্বেচ্ছাসেবক টিম গড়ে নির্বাচন পরিচালনার আহ্বান জানিয়েছেন। ফেসবুকে তিনি জানিয়েছেন, যেকোনো ব্যক্তি—ঢাকা-৯, দেশের অন্য অংশ বা প্রবাসী—বিভিন্নভাবে সাহায্য করতে পারবেন। কেউ গ্রাফিক ডিজাইন, ভিডিও তৈরি, উঠান বৈঠক আয়োজন বা ফান্ড সংগ্রহের মাধ্যমে অবদান রাখতে পারেন।
তাসনিম জারা বলেন, “এবারের নির্বাচন হোক জনগণের নির্বাচন। সততার সঙ্গে রাজনীতি করা সম্ভব, এবং আমরা একসঙ্গে তা প্রমাণ করব। যদি রাজনীতি দুর্নীতি, পেশিশক্তি ও মিথ্যার বৃত্ত থেকে বের হয়ে জনগণের হাতে ফিরে আসে, সম্ভাবনা সীমাহীন।”
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।