বিএনপিতে নতুন যুগের শুরু, হেভিওয়েট নেতারা বাদ
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৫, ১৩:১৯
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি তাদের প্রার্থী তালিকায় বড় ধরনের পরিবর্তন এনেছে। শনিবার বিকেলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চূড়ান্ত তালিকা প্রকাশিত হলে দেখা গেছে, হেভিওয়েট প্রার্থীদের সরিয়ে নতুন মুখ এবং জোটের শরিকদের অগ্রাধিকার দেওয়া হয়েছে।
রাজধানী ঢাকায় জোটের সমীকরণ বজায় রাখতে ঢাকা-১২ আসন যুগপৎ আন্দোলনের শরিক বিপ্লবী ওয়ার্কার্স পার্টিকে দেওয়া হয়েছে। ফলে প্রাথমিক প্রার্থী সাইফুল আলম নীরবের বদলে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
চট্টগ্রামে আলোচনার কেন্দ্রে রয়েছেন মোহাম্মদ আসলাম চৌধুরী। চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে কাজী সালাউদ্দিনকে সরিয়ে তালিকায় স্থান পেয়েছেন আসলাম চৌধুরী। এছাড়া স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম-১১ আসনে মনোনয়ন পান। ফাঁকা হওয়া চট্টগ্রাম-১০ আসনে সুযোগ পান প্রয়াত ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের পুত্র সাঈদ আল নোমান।
যশোর ও পিরোজপুরেও প্রার্থী পরিবর্তনের হাওয়ায় স্থানীয় রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হয়েছে। যশোর জেলার ৬টি আসনের মধ্যে ৪টিতেই প্রার্থী বদলানো হয়েছে। যশোর-১ এ নুরুজ্জামান লিটন, যশোর-৪ এ মতিয়ার রহমান ফারাজী, যশোর-৬ এ আবুল হোসেন আজাদ এবং যশোর-৫ এ মুফতি রশীদ বিন ওয়াক্কাসকে চূড়ান্ত করা হয়েছে। এছাড়া পিরোজপুর-১ আসনে অধ্যক্ষ আলমগীর হোসেনকে মনোনয়ন দেওয়া হয়েছে।
বিএনপির চূড়ান্ত প্রার্থী তালিকা:
সংসদীয় আসন প্রাথমিক প্রার্থী চূড়ান্ত মনোনীত প্রার্থী
ঢাকা-১২ সাইফুল আলম নীরব সাইফুল হক (জোট)
চট্টগ্রাম-৪ কাজী সালাউদ্দিন মোহাম্মদ আসলাম চৌধুরী
চট্টগ্রাম-১০ আমীর খসরু মাহমুদ চৌধুরী সাঈদ আল নোমান
চট্টগ্রাম-১১ (ফাঁকা) আমীর খসরু মাহমুদ চৌধুরী
যশোর-১ মফিকুল হাসান তৃপ্তি নুরুজ্জামান লিটন
যশোর-৪ ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব মতিয়ার রহমান ফারাজী
যশোর-৫ শহীদ ইকবাল হোসেন মুফতি রশীদ বিন ওয়াক্কাস (জোট)
যশোর-৬ কাজী রওনকুল ইসলাম শ্রাবণ আবুল হোসেন আজাদ
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।