রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২

‘এইচআইভি’ সচেতনতার ছবিতে ১ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন সালমান খান

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪:১৮

সংগৃহীত

বলিউডের সুপারস্টার সালমান খান তার ক্যারিয়ারের শীর্ষে থেকেও ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ফির মিলেঙ্গে’-তে অভিনয়ের জন্য মাত্র ১ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন। সিনেমাটি একজন এইচআইভি পজিটিভ যুবকের জীবন ও সামাজিক সচেতনতার ওপর ভিত্তি করে তৈরি, যা মুক্তির সময় বেশ ঝুঁকিপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হত।

সিনেমার প্রযোজক শৈলেন্দ্র সিং জানিয়েছেন, তখনকার সময় বড় তারকারা পর্দায় নায়কসুলভ ভাবমূর্তিই ধরে রাখার চেষ্টা করতেন। কিন্তু সালমান খান নিজের সুপারস্টার ইমেজের চিন্তা না করে সমাজের জন্য সচেতনতা তৈরি করতে এই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করার সিদ্ধান্ত নেন।

প্রযোজক আরও বলেন, “সালমান তখন বলিউডের ‘সুপারম্যান’, কিন্তু তিনি এমন একটি চরিত্রে অভিনয় করেছেন যার শেষ পরিণতি ছিল মৃত্যু। এটি প্রমাণ করে তিনি শুধু একজন অভিনেতা নন, বরং মানবিক দায়িত্ববোধে বিশ্বাসী একজন মানুষ।”

‘ফির মিলেঙ্গে’-র জন্য নিল পারিশ্রমিক গ্রহণ করে সালমান খান আবারও দেখিয়েছেন, তার মানবিক মানসিকতা ও সমাজের প্রতি দায়বদ্ধতা তাকে আলাদা করে তোলে বলিউডে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top