ছাত্রদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি ঘোষণা
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৫, ১২:০৩
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি। রোববার (২৮ ডিসেম্বর) ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এক যৌথ বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন।
গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১ জানুয়ারি ২০২৬ তারিখে শিক্ষা, ঐক্য ও প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হবে। এ উপলক্ষে দীর্ঘ রক্তস্নাত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বিজয়ী সংগঠন ও জুলাই অভ্যুত্থানের শত শহীদের প্রাণের সংগঠন ছাত্রদলের সব নেতাকর্মীর প্রতি কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানানো হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে—
১. আগামী ১ জানুয়ারি সকাল ৯টায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের কার্যালয়সহ দেশের সব জেলা ও মহানগর ইউনিট কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন।
২. সকাল ১১টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও মোনাজাত।
৩. দুপুর ১২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রক্তদান কর্মসূচি।
৪. দুপুর ২টায় কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি), ফার্মগেটে আলোচনা সভা।
৫. সারা দেশের সব বিশ্ববিদ্যালয়, জেলা, মহানগর ও শিক্ষাপ্রতিষ্ঠানে বর্ণাঢ্য র্যালি।
৬. দেশব্যাপী ছাত্রদলের সব শহীদের কবর জিয়ারত এবং গুম, খুন ও পঙ্গুত্বের শিকার নেতাকর্মীদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।