ইসলামী আন্দোলনকে ৩৫টি ও এনসিপিকে ৩০টি আসন সমঝোতায় জামায়াত
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৫, ১৭:১৫
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জোট ও আসন সমঝোতার বিষয়টি চূড়ান্ত হয়েছে। প্রাথমিকভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশকে ৩৫টি এবং এনসিপিকে ৩০টি আসন দেওয়ার সিদ্ধান্ত হলেও, নতুন দল যুক্ত হওয়ায় এনসিপির আসন সংখ্যা কমতে পারে।
রোববার (২৮ ডিসেম্বর) একাধিক সূত্রে জানা গেছে, যুগপৎ আন্দোলনের শরিকদের মধ্যে নতুন করে এলডিপি, এবি পার্টি ও এনসিপি যুক্ত হচ্ছে। ফলে আসন পুনর্বিন্যাসে এনসিপি ২০ থেকে ২৫টি আসন পেতে পারে। বাকি দুটি দল এলডিপি ও এবি পার্টি পাচ্ছে পাঁচটি করে আসন।
যুগপৎ আন্দোলনের শরিক আট দলের পক্ষে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ জানান, আসন সমঝোতা নিয়ে বিস্তারিত জানাতে রোববার বিকেল সাড়ে ৪টায় জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে এক জরুরি যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম জানান, বিকেলের সংবাদ সম্মেলনে আসন সমঝোতার পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরা হবে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।