যশোরে পিকআপ-র মোটরসাইকেল সংঘর্ষে জামায়াতে ইসলামী নেতা নিহত
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৫, ১২:৪৪
যশোরের মনিরামপুরে রোববার (২৮ ডিসেম্বর) রাতে পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শরিফুল ইসলাম (৫৫) নামে এক জামায়াতে ইসলামী নেতা নিহত হয়েছেন। এতে মোটরসাইকেলের আরোহী কামরুজ্জামান গুরুতর আহত হয়েছেন।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান জানান, রাত সাড়ে ৮টার দিকে যশোর-চুকনগর সড়কের মনিরামপুর সরকারি কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত শরিফুল ইসলাম হানুয়ার গ্রামের মাওলানা আব্দুস সালামের ছেলে এবং মনিরামপুর উপজেলা জামায়াতে ইসলামী কর্মপরিষদের সদস্য ছিলেন। এছাড়া তিনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছিলেন এবং রাজগঞ্জ বাজারে একটি হোমিও চিকিৎসা কেন্দ্রের মালিক ছিলেন। আহত কামরুজ্জামান একই গ্রামের ওমর ফারুকের ছেলে।
পুলিশ জানায়, দুজনই জালঝাড়া জামায়াতে ইসলামী পার্টি অফিসের একটি কর্মসূচি শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে মনিরামপুর সরকারি কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। ফলে তারা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে পাকা সড়কে ছিটকে পড়েন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শরিফুল ইসলামকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মেহেদী হাসান জানান, হাসপাতালে আনার পরই তিনি মৃত অবস্থায় ছিলেন। আহত কামরুজ্জামান বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।