খালেদা জিয়ার মৃত্যুতে কাঁদলেন ফখরুল ও রিজভী
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৫, ১৪:০৬
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার সকাল ৬টায় গণতন্ত্রের মাতা হিসেবে খ্যাত এই নেত্রীর মৃত্যু সংবাদে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে সংবাদ সম্মেলনে দুই নেতা কাঁদতে দেখা যায়।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে বলেন, "এ সংবাদ নিয়ে আপনাদের সামনে দাঁড়াতে হবে আমরা সেটা কখনো ভাবিনি। আমরা আশা করছিলাম, তিনি আগের মতোই সুস্থ হয়ে উঠবেন। আজ ভোর ৬টায় আমাদের অভিভাবক, জাতীয় নেত্রী আমাদের ছেড়ে চলে গেছেন। এই ক্ষতি জাতি কখনো পূরণ করতে পারবে না।"
সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, "সংকটে শোকে মাথার ওপর যেমন মায়ের একটি ছায়া থাকে, আজকে জাতি যেন সে ছায়া থেকে বঞ্চিত হলো। তার অসুস্থতা এবং হাসপাতালে থাকার সময়ও আমরা মনে করতাম একজন মা আমাদের পাশে আছেন। সেই শক্তি আজ আমরা হারিয়েছি।"
দলের এই দুই নেতার কাঁদতে দেখা যাওয়া মুহূর্তটি দলের জন্য গভীর শোকের প্রতীক হিসেবে ধরা হচ্ছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।