মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২

এনসিপি থেকে আরও এক নেতার পদত্যাগ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৫, ১৮:৫৫

সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানের নেতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব আরিফ সোহেল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন। তিনি সংগঠনটির যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

মঙ্গলবার ফেসবুকে প্রকাশিত একটি দীর্ঘ বিবৃতিতে আরিফ সোহেল বলেন, এনসিপির বর্তমান রাজনৈতিক অবস্থান এবং পুরোনো ধারার দলগুলোর সঙ্গে আপস-রফার কারণে সংগঠনটি জুলাইয়ের গণসংগ্রামের নতুন গণরাজনীতিকে বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। তিনি উল্লেখ করেন, ‘জুলাইয়ে সৃষ্টি হওয়া রাজনৈতিক জনগোষ্ঠীকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এনসিপি সক্ষম হয়নি, যার ফলে বিভাজন ফিরে এসেছে এবং ফ্যাসিবাদের দোসররা রাষ্ট্রকে পুনরায় গণবিরোধী করার সুযোগ পাচ্ছে।’

আরিফ সোহেল পদত্যাগের ঘোষণা দিয়ে জানান, তিনি এবং তার সহকর্মীরা প্রথাগত সাংগঠনিক কাঠামোর বাইরে থেকে সরাসরি সাধারণ মানুষের পক্ষে কাজ করবেন। তিনি দেশবাসীর কাছে দোয়া ও শুভেচ্ছা কামনা করে বিবৃতির শেষাংশে ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান দেন।

তিনি আরও জানান, কিছুক্ষণের মধ্যে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেবেন এবং এনসিপি নেতাদের ইতোমধ্যে মৌখিকভাবে পদত্যাগের বিষয়টি জানিয়েছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top