বৃহঃস্পতিবার, ১ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২

হলফনামায় তারেক রহমানের সম্পদ প্রায় ২ কোটি টাকার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১ জানুয়ারী ২০২৬, ১২:৫১

সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনোনয়নপত্র দাখিল করেছেন। বুধবার (১ জানুয়ারি) নির্বাচন কমিশনের ওয়েবসাইটে তার হলফনামা প্রকাশ করা হয়েছে।

হলফনামা অনুযায়ী, তারেক রহমানের মোট সম্পদের পরিমাণ ১ কোটি ৯৬ লাখ ৮০ হাজার ১৮৫ টাকা। ২০২৪–২৫ অর্থবছরে তার বার্ষিক আয় দেখানো হয়েছে ৬ লাখ ৭৬ হাজার ৩৫৩ টাকা, যা মূলত শেয়ার, সঞ্চয়পত্র, বন্ড ও ব্যাংক আমানত থেকে এসেছে।

তারেক রহমানের নিজের নামে নগদ ও ব্যাংক আমানত রয়েছে ৩১ লাখ ৫৮ হাজার ৪২৮ টাকা। তার স্ত্রীর নামে রয়েছে ৬৬ লাখ ৫৪ হাজার ৭৪৭ টাকা। এছাড়া তারেক রহমানের নামে প্রায় ৯০ লাখ টাকার স্থাবর আমানত (এফডিআর) রয়েছে।

হলফনামায় উল্লেখ করা হয়েছে, তার বিরুদ্ধে পূর্বে দায়ের করা ৭৭টি মামলার সবকটিতে তিনি খালাস, অব্যাহতি বা মামলা খারিজের মাধ্যমে মুক্তি পেয়েছেন।

তারেক রহমান এই বছর (২০২৫–২৬) আয়কর দিয়েছেন ১ লাখ ১ হাজার ৪৫৩ টাকা। তার স্ত্রীর আয়কর দেওয়া হয়েছে ৫ লাখ ৫৭ হাজার ৭১৩ টাকা। এছাড়া তার স্ত্রীর সম্পদ মোট ১ কোটি ৫ লাখ ৩০ হাজার ১৯১ টাকা, এবং তার নামে থাকা এফডিআর ৯০ লাখ ২৪ হাজার ৩০৭ টাকা, স্ত্রীর এফডিআর ৩৫ লাখ টাকা।

৫৭ বছরের বেশি বয়সী তারেক রহমান এইবার বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top