কোরআনে শপথ নিয়ে ইতিহাস গড়লেন নিউইয়র্কের নতুন মেয়র জোহরান মামদানি
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১ জানুয়ারী ২০২৬, ১৪:০২
নিউইয়র্কের নতুন মেয়র জোহরান মামদানি বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) কোরআন হাতে শপথ গ্রহণ করে ইতিহাস রচনা করেছেন। তিনি শহরের প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র, যিনি কোরআন শরিফে হাত রেখে শপথ নিয়েছেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শপথ গ্রহণের জন্য মামদানি ব্যবহার করেছেন তার দাদার সংরক্ষিত কোরআন এবং নিউইয়র্ক পাবলিক লাইব্রেরি থেকে ধার নেওয়া প্রায় ২০০ বছরের পুরোনো একটি ঐতিহাসিক কোরআন। ব্যক্তিগত শপথ অনুষ্ঠানটি টাইমস স্কয়ারের নিচে একটি পরিত্যক্ত সাবওয়ে স্টেশনে অনুষ্ঠিত হয়।
নিউইয়র্ক পাবলিক লাইব্রেরির তথ্যানুযায়ী, এই ঐতিহাসিক কোরআনটি একসময় আফ্রিকান-আমেরিকান ইতিহাসবিদ ও লেখক আরতুরো শমবার্গ সংরক্ষণ করতেন। ১৯২৬ সালে তিনি প্রায় ৪,০০০ বইয়ের সংগ্রহ লাইব্রেরিতে দিয়েছেন, যা পরে শমবার্গ সেন্টার ফর রিসার্চ ইন ব্ল্যাক কালচার হিসেবে পরিচিত হয়।
লাইব্রেরি জানিয়েছে, মামদানির এই কোরআন বেছে নেওয়া নিউইয়র্কের প্রভাবশালী চিন্তাবিদদের উত্তরাধিকার এবং অন্তর্ভুক্তির বার্তা তুলে ধরে। কিউরেটর হিবা আবিদ বলেন, “এই কোরআনের গুরুত্ব শুধুমাত্র সৌন্দর্য নয়; এটি সাধারণ মানুষের খুব কাছের এবং লাইব্রেরির অংশ।”
লাইব্রেরির প্রেসিডেন্ট ও সিইও অ্যান্থনি ডব্লিউ মার্ক্স বলেন, “শপথ গ্রহণের জন্য এই কোরআন ব্যবহার অন্তর্ভুক্তি, প্রতিনিধিত্ব ও নাগরিক মূল্যবোধের প্রতীক।”
যুক্তরাষ্ট্রে রাজনৈতিক শপথে কোরআন ব্যবহার বিরল। নিউইয়র্কে মেয়রদের জন্য ধর্মগ্রন্থে শপথ বাধ্যতামূলক নয়, তবে অতীতে বেশিরভাগ মেয়র বাইবেল ব্যবহার করেছেন। সাবেক মেয়ররা যেমন মাইকেল ব্লুমবার্গ এবং বিল ডি ব্লাসিও পারিবারিক বাইবেলে শপথ নিয়েছেন, তেমনি এরিক অ্যাডামসও করেছেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।