রবিবার, ৪ জানুয়ারি ২০২৬, ২০ পৌষ ১৪৩২

মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ ঘোষণা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩ জানুয়ারী ২০২৬, ১৫:০৬

সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে উত্তর জনপদের ঠাকুরগাঁওয়ে। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে শনিবার (৩ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, ঠাকুরগাঁও-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ছাত্রশিবিরের সাবেক সভাপতি দেলাওয়ার হোসেন এবং ইসলামি আন্দোলনের প্রার্থী খাদেমুল ইসলামের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়েছে। ফলে এই আসনে হাই-ভোল্টেজ ত্রিমুখী লড়াইয়ের প্রেক্ষাপট তৈরি হয়েছে।

মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রক্রিয়া চলবে ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৫ থেকে ৯ জানুয়ারি আপিল করা যাবে। আপিলের ফয়সালা হবে ১০ থেকে ১৮ জানুয়ারি। ২০ জানুয়ারি প্রার্থী চাইলে মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি হবে।

প্রচার চলবে ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি। মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ হওয়ার খবরে জেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহের হাওয়া বইছে, তবে আসল সিদ্ধান্ত দেবে ঠাকুরগাঁওয়ের ভোটাররা।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top