ঢাকা-৮ আসনে মেঘনা আলমের মনোনয়ন বৈধ ঘোষণা
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩ জানুয়ারী ২০২৬, ১৮:৩২
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ সংসদীয় আসনে গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী মেঘনা আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সকালে সেগুনবাগিচায় ঢাকা মহানগরীর আওতাধীন আসনগুলোর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং অফিসার মেঘনা আলমের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেন।
এর আগে মেঘনা আলম গণঅধিকার পরিষদে যোগ দেন। তিনি মিস বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারপারসন এবং মডেল হিসেবে পরিচিত। গণঅধিকার পরিষদ থেকে ঢাকা-৮ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেই তিনি প্রার্থী হয়েছেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।