রবিবার, ৪ জানুয়ারি ২০২৬, ২০ পৌষ ১৪৩২

নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন তাসনিম জারা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩ জানুয়ারী ২০২৬, ১৫:২২

সংগৃহীত

ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা তার মনোনয়নপত্র বাতিল হওয়া নিয়ে আপিল করার সিদ্ধান্ত নিয়েছেন। শনিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি জানান, আপিলের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু করেছেন।

ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. আজমল হোসেন বলেন, তাসনিম জারার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বাতিল ঘোষণা করা হয়েছে। নির্বাচনী বিধি অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিতে নির্বাচনে মোট ভোটারের ১ শতাংশ স্বাক্ষর প্রয়োজন। তবে তাসনিম জারা প্রয়োজনীয় সংখ্যার চেয়ে কিছু বেশি স্বাক্ষর জমা দিয়েছেন।

তবে যাচাইয়ের সময় দেখা গেছে, প্রস্তাবক ও সমর্থক হিসেবে উল্লেখ করা ১০ জনের মধ্যে ৮ জনই ঢাকা-৯ আসনের ভোটার। বাকি দুজন ওই আসনের ভোটার না হওয়ায় নির্বাচন কমিশন মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। মো. আজমল হোসেন জানান, নির্বাচনী বিধি অনুযায়ী এই অবস্থায় প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।

তাসনিম জারা বলেন, “আমরা যাচাই করেছি এবং ১০ জনের তথ্যও পেয়েছি। কিন্তু এই ১০ জনের মধ্যে ২ জনকে কেন্দ্র করে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। একজন খিলগাঁওয়ের বাসিন্দা, যিনি নিশ্চিত ছিলেন যে তিনি ঢাকা-৯-এর ভোটার। আরেকজন পূর্বে শরীয়তপুরে ঠিকানা সংশোধনের আবেদন করেছিলেন, কিন্তু তথ্য আপডেট না হওয়ায় তিনি এখন অনলাইনে শরীয়তপুরের ভোটার হিসেবে দেখাচ্ছেন। এই তথ্য তারা জানার কোনো উপায় পাননি।”

তিনি আরও বলেন, “আমরা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল প্রক্রিয়া শুরু করেছি। আমরা আশা করি ন্যায্য বিচারে আমাদের মনোনয়নপত্র গৃহীত হবে এবং আমরা ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে পারব।”

 

এনএফ৭১/এসআর

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top