মাদুরো-স্ত্রী আটক
ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ১০০
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৮ জানুয়ারী ২০২৬, ১৫:১৫
ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিওয়াসদাদো ক্যাবেলো জানিয়েছেন, গত শনিবার (৩ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের হামলায় দেশটিতে প্রায় ১০০ জন নিহত হয়েছেন। তিনি বুধবার (৭ জানুয়ারি) রাতে এ তথ্য জানিয়েছেন, খবর দিয়েছে রয়টার্স।
মার্কিন সামরিক বাহিনী শনিবার ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে। তাদের একটি মার্কিন যুদ্ধজাহাজে নেওয়া হয় এবং এরপর নিউইয়র্কে আদালতে হাজির করা হয়। অভিযুক্তরা মাদক পাচার-সংক্রান্ত ষড়যন্ত্রের অভিযোগ অস্বীকার করেছেন।
ক্যাবেলো জানিয়েছেন, অভিযানের সময় মাদুরো হাঁটুর আঘাত ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস মাথায় আঘাত পেয়েছেন। ভেনেজুয়েলার সেনাবাহিনী জানিয়েছে, তাদের নিরাপত্তা ইউনিটের বড় একটি অংশকে ঠাণ্ডা মাথায় হত্যা করা হয়েছে। কিউবার পক্ষ থেকে বলা হয়েছে, ভেনেজুয়েলায় সামরিক ও গোয়েন্দা বিভাগের ৩২ জন সদস্য নিহত হয়েছেন।
অভিযোগে অভিযানের শিকারদের স্মরণে অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেস দেশজুড়ে সপ্তাহব্যাপী শোক ঘোষণা করেছেন। ক্যাবেলো রদ্রিগেসকে ‘সাহসী’ হিসেবে প্রশংসা করেছেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।