5297

09/23/2023 কোচ হয়ে বাংলাদেশে আসছেন টাটেন্ডা টাইবু!

কোচ হয়ে বাংলাদেশে আসছেন টাটেন্ডা টাইবু!

স্পোর্টস ডেস্ক

১০ মার্চ ২০২১ ১৮:০৬

খুবই অল্প বয়সে নিজের ব্যাটিং দিয়ে বিশ্ব ক্রিকেটে সাড়া ফেলে দিয়েছিলেন জিম্বাবুয়ের টাটেন্ডা টাইবু। দলটির অধিনায়কের দায়িত্বও পালন করেছেন তিনি। বাংলাদেশের বিপক্ষে অনেকবার হেসেছে টাইবুর ব্যাট। টেস্টে তার সর্বোচ্চ ১৫৩ রানের ইনিংসটিও বাংলাদেশের বিপক্ষে, বঙ্গবন্ধু স্টেডিয়ামে। সেই টাইবু বাংলাদেশে আসতে পারেন কোচ হিসেবে।

বিকেএসপিতে একজন বিদেশি ক্রিকেট কোচ নিয়োগ দেওয়ার উদ্যোগ ছিল আগে থেকেই। আলোচনা ফলপ্রসূ হলে বাংলাদেশের একমাত্র ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে এই পদে জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক টাটেন্ডা টাইবুর যোগ দেওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা নাজমুল আবেদীন ফাহিম।

খেলোয়াড় হিসেবে টাইবুর ক্যারিয়ার খুব বেশি লম্বা নয়। ধর্মীয় কাজে মনোযোগ দিতে ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন তিনি। খেলোয়াড়ি জীবনে খেলেছেন আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সেও।

এনএফ৭১/আরএইচ/২০২১

প্রকাশক : মোহাম্মদ শামীম
যোগাযোগ: বাড়ি-৫৪৮, রোড-১৩, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬
ফোন: ০২ ৮৪১৮০৭৬
ইমেইল: [email protected]